আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা খাদ্য গুদাম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস। গতকাল দুপুর ১২ টার দিকে বাৎসরিক সরকারি কার্যক্রমের অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন। এ সময় তিনি ৭ টি গুদামে ধান, চাল ও গমের মোট পরিমাণ নিরুপন করেন। গুদাম পরিদর্শন শেষে বাৎসরিক বাস্তব প্রতিপাদন প্রতিবেদনে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ ও উপজেলা গুদাম কর্মকর্তা লিটন কুমার বিশ্বাস।