শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মারাত্মক ভাবে ৪ নারী ও ১ জন পুরুষ আহত হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ আল আমিন ও আবু সিদ্দিক মালীকে আটক করে সাতক্ষীরা জেলহাজতে প্রেরণ করেছেন। আহতরা হলেন, আটুলিয়ার বাদুড়িয়া গ্রামের সাবিনা খাতুন, জাহাঙ্গীর মোড়ল, জান্নাতুল ওরফে ময়না, মাহফুজা বেগম ও মাছুরা খাতুন। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সাবিনা খাতুন ও জাহাঙ্গীর মোড়লের অবস্থা অবনতি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় আটুলিয়ার বাদুড়িয়া গ্রামের বাক্কার মালীর কন্যা মাছুরা খাতুন শ্যামনগর থানায় মামলা করেন।
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, এজাহারভুক্ত ২ আসামিকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।