কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া থানা পুলিশের অভিযানে তিনটি এয়ারগান ও বিপুল পরিমাণ কার্তুজসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম ইব্রাহিম হোসেন (৪০)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের রমজান আলী দালালের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, থানা পুলিশের টিম সকাল থেকে উপজেলার অভিযান পরিচালনা করে তিনটি এয়ারগান ও বিপুল পরিমাণ এয়ারগানের কার্তুজসহ ওই ব্যক্তিকে আটক করে।