শ্যামনগরে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০২:৫৭:২৯ এম

সাতক্ষীরা প্রতিনিধি  : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে সুন্দরবন ঘেষা কাশিমাড়ী ও ভেটখালীতে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত্যুবরণকারীরা হলেন, উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর ছেলে তরিকুল ইসলাম (৩৩) ও একই উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বরকত আলী সরদারের স্ত্রী গৃহবধু তাহমিনা বেগম (৪৮)। 

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে ভাইয়ের বাড়ী থেকে নিজ বাড়িতে ফেরার সময় পথিমধ্যে মোটরভ্যানের ধাক্কায় আহত হন গৃহবধু তাহমিনা বেগম। উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। 

এদিকে শুক্রবার দুপুরে নিজ ঘরে টেবিল ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয় তরিকুল ইসলামের। 

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।