নিজস্ব প্রতিবেদক : যশোর শিল্প একাডেমি মিলনায়তনে বাংলা মূকাভিনয় উৎসব হয়েছে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যায় মিলনায়তনটিতে এই উৎসবের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকা থেকে স্কাইপেতে যুক্ত হয়ে কাজী মশহুরুল হুদা সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের পরিচালক রিজোয়ান রাজন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও ড. সবুজ শামীম আহসান।
বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের খুলনা বিভাগের সমন্বয়কারী শিপন চৌধুরী। মূকাভিনয় পরিবেশন করে কলকাতার মিউট, প্যান্টোমাইম মুভমেন্ট এবং যশোরের দুটি দল প্রত্যয় থিয়েটার ও শব্দ থিয়েটার।