দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ‘স্বাস্থ্য সেবার উন্নয়ন ক্যাম্প’র আয়োজন করা হয়। ক্যাম্পটিতে এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো এ্যামেরিকিয়ারস ফাউন্ডেশনের অর্থায়নে এই ক্যাম্পের আয়োজন করে। প্রকল্প এলাকা কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের বাসিন্দারা এই ক্যাম্প থেকে সেবা নেন।
ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যামেরিকিয়ারস ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবিএম কামরুল আহসান, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সমন্বয়কারী ডা. ইমতিয়াজ আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, আশার আলোর হিসাবরক্ষক ফজলুল হক, টেকনিশিয়ান আব্দুস সবুর, আষ্কারপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দিপক ঘোষ, আশার আলোর স্বাস্থ্যকর্মী রবিউল ইসলাম, আল আমিন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালী পারভীন, রবিউল ইসলাম প্রমুখ।