নিজস্ব প্রতিবেদক : যশোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের জি.আই.এস. ম্যাপিং কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে যশোর গাড়িখানা রোডের আওয়ামী লীগের কার্যালয়ের স্মার্ট কর্নারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের স্মার্ট কর্নারের ৪ জন ও ছাত্রলীগের কর্মীসহ ৩০ জন কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে ভোট কেন্দ্রের তথ্য ও ছবি, গ্রামের নাম ও বুথ সংখ্যা, গ্রাম ভিত্তিক ভোটার সংখ্যাসহ সকল তথ্য থাকবে জি.আই.এস. ম্যাপিং। নির্বাচনের আগে দিন বা ভোটের দিন যদি কোন এলাকায় দুঘর্টনা ঘটে সাথে সাথে তথ্য চলে আসবে জি.আই.এস. ম্যাপিং। জি.আই.এস. ম্যাপিং এর মাধ্যমে সকল সমস্যার সমাধার করা হবে।
তিনি আরও বলেন, সরকারি বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভার্চুয়াল বাস্তবতা, উদ্দীপিত বাস্তবতা, রোবোটিকস অ্যান্ড বিগ-ডাটা সমন্বিত ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়। ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার প্রধান হাতিয়ার হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্যে ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম ইউসুফ শাহীদ, মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারহীন রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ও সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন। ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ ঝিনুক’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়, পৌর আওয়ামী লীগের সদস্য আলী হোসেন প্রমুখ।