Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে কবি কাঙ্গাল শামছুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:২৯:৪৭ এম

নড়াইল (পৌর) প্রতিনিধি : নড়াইলে কবি কাঙ্গাল শামছুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে শনিবার দুপুরে  লোহাগড়া উপজেলার মটবাড়ি ব্রম্মানীনগরে কবি শামছুর রহমানের বাস ভবনে স্মরণসভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি কাঙ্গাল শামছুর রহমান ট্রাস্ট’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কবি পতœী সুফিয়া বেগম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম খান, লেখক সুভাষ বিশ্বাস, আলী আজগর রাজা, কবি নারায়ন বিশ্বাস, কবি ও সাংবাদিক সাথী তালুকদার, কবি ও নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি সৈয়দ খায়রুল ইসলাম, সাংবাদিক সুলতান মাহমুদ, কবি কামনা ইসলাম, কবি কন্যা শিল্পী খানম, মিলিয়া খানম, মুক্তা খানম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিয়ান আরাফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ওসমান গনি। কবির স্মরণ  সভায়  সাংবাদিক, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)