মোংলায় পাঁচ হাজার পরিবার পেলো ব্র্যাকের লবণ-সহিষ্ণু ফলদ গাছ

এখন সময়: রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৮:৩১:৪৮ পিএম

মোংলা প্রতিনিধি : ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচির আওতায় এবার মোংলায় ফলোজ গাছ পেলো পাঁচ হাজার পরিবার। সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার চিলা ইউনিয়নে একটি পরিবারে নারিকেল, কদবেল ও সফেদার তিনটি গাছের চারা বিতারণ করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে পাঁচ হাজার পরিবারে এই ফলজ গাছ বিতারণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ উপস্থিত পরিবারের মধ্যে এই গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ব্র্যাক জলবায়ূ পরিবর্তন কর্মসূচি, মোংলার প্রজেক্ট ম্যানেজার, মোঃ সফিকুর রহমান স্বপন, এরিয়া ম্যানেজার তৃপ্তি সরদার, মোঃ শাহবুদ্দিনসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।