দেবহাটার দিনমজুর জামাত আলীকে বাঁচাতে সাহায্যের প্রয়োজন

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৩:৫১:৫৩ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা দিনমজুর জামাত আলী গাজী (৬০) বাঁচতে চান। দ্রæতগতির মোটরসাইকেলের ধাক্কায় তার ডান পায়ের উরু, হাঁটু, গোড়ালী, দুই হাতের কনুইয়ের নীচে ও নাক ভেঙে গেছে এবং কপাল ও মাথা ফেটে গেছে। গত ২০ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করতে বলেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা অপারেশন করানোর পরামর্শ দেন। 

 জামাত আলীর ছেলে মাছুম গাজী বলেন, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার পিতার অবস্থাও খুব মারাত্মক। চিকিৎসকরা বলেছেন, দ্রæত উন্নত চিকিৎসা না করালে চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হতে পারে। গত কয়েকদিনে পিতার  চিকিৎসা করাতে গিয়ে নিঃশ্ব হয়ে পড়েছি। উন্নত চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন। যেটা আমার একার পক্ষে বহন করা সম্ভব নয়। পিতার  চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। জামাত আলীর জন্য সাহায্য পাঠাতে বিকাশ নম্বর-০১৮২৪-৫৬৯২৬৮   অথবা- নং- ০১৭১৭-৩৩৭২৯৭।