ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ার উত্তরাঞ্চলসহ ৫টি ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে সোমবার দুপুরে শোলমারী স্লুইস গেট পরিদর্শনে যান খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। পরে তিনি খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কার্যালয় যেয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া, ডুমুরিয়া সহকারী কমিশনার (ভুমি) আশীষ মোমতাজ, রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, পানি ব্যবস্থাপনা অ্যাসোশিয়েসনের সভাপতি শেখ এনামুল, এমপির এপিএস সমীর দে গোরা, কৃষক লীগের অরিন্দম মল্লিক প্রমুখ। সংসদ সদস্য দ্রæত গেটের মুখে পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পাউবো কর্মকর্তাদেরকে নির্দেশ দেন। সেই আলোকে তাৎক্ষণিক ভাবে আগামীকাল (মঙ্গলবার) থেকে ভাসমান ব্যবস্থাপনায় স্কোভেটর দিয়ে পলি অপসারণ করার সিদ্ধান্ত হয় এবং রংপুর ও রঘুনাথপুর ইউপি চেয়ারম্যানদ্বয় এ কাজ তদারকি করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, শোলমারী নদী পলি পড়ে ভরাট হওয়ায় ডুমুরিয়ার বিশেষ করে রংপুর, রঘুনাথপুর, গুটুদিয়া, ডুমুরিয়া ও রুদাঘরা ইউনিয়নের অধিকাংশ এলাকা স¤প্রতি বর্ষায় পানিতে নিমজ্জিত হয়েছে। হুমকিতে পড়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল।