Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৯:১২:৫৬ পিএম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনাসভা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাস্টার আঃ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১ বছর মেয়াদী কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সহসভাপতি শেখ মনিরুজ্জামান মনু, মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ সদর উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, কোষাধাক্ষ্য মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক আঃ রঊফ, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ বিষয়ক সম্পাদক নীতিশ সানা।  নির্বাহী সদস্যরা হলেন শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী ও ইমতিয়াজ উদ্দিন। কমিটি গঠনের সার্বিক দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাস্টার আঃ খালেক, সদস্য শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন ও হাবিবুর রহমান। কমিটির নির্বাচিত সকলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)