দেবহাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৯:১৭:০২ পিএম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশ ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী  আব্দুল্লাহ আল মামুন (৩৮)  দেবহাটা উপজেলার বড়শান্তা গ্রামের মৃত আবুল হোসেন মোড়লের ছেলে।

পুলিশ জানায়, দেবহাটা থানার পুলিশ সুবর্নাবাদ গ্রামে অভিযান চালিয়ে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট আব্দুল্লাহ আল মামুন (৩৮) কে আটক করে।

ওসি বাবুল আক্তার জানান, মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় থানায় মামলা হয়েছে।