Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলা শাহানা মাশরুম হাউজের খামার পরিদর্শন

এখন সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ০১:৩৪:৫৭ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলার মশিয়ালী গ্রামের শাহানা মাশরুম হাউজের খামারটি সম্প্রতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক, হর্টিকালচার ইউং কে জে এম আব্দুল আউয়াল।

এ সময় তার সাথে ছিলেন একই দপ্তরের উপপরিচালক মো. শফিউজ্জামান, খুলনার হর্টিকালচার এর উপ-পরিচালক সঞ্জয় কুমার দাস, উদ্যান তত্ত¡বিদ সুজিত মন্ডল। এ সময় শাহানা মাশরুম হাউজের মালিক ওলিয়ার রহমান ও পরিচালক আনোয়ার হোসেন নাঈম উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পরিচালক কে জে এম আব্দুল আউয়াল শাহানা মাশরুম হাউজের পরিদর্শন বই এ স্বাক্ষর করে তিনি তার সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মালিক ওলিয়ার রহমানে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্তে¡ও জাতীয় মাশরুম উন্নয়ন ইনষ্টিটিউট হতে কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন এবং বিভিন্ন কারিগরি উপকরণ ও সহায়তা নিয়ে অভ‚তপূর্ব সাফল্য অর্জন করেছেন। সত্যি এটা প্রশংসনীয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)