কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় মহারাজপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশ এই সভার আয়োজনে করে। মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভূতি ভুষন রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ সদর উদ্দীন আহমেদ, ইউপি সচিব ফারুক হোসেন, ইসলামি রিলিফ বাংলাদেশের সহকারী প্রজেক্ট অফিসার নিজাম উদ্দীন, সহকারী প্রজেক্ট অফিসার (ডি আর আর এন্ড সি সি এ) তাজিন ইসলাম, ইউপি সদস্য আমেনা খাতুন, সেলিনা গাউস, সীমা বালা ঢালী, নজরুল ইসলাম, কামাল হোসেন, আবু সাইদ, মাসুম বিল্লাহ প্রমুখ। সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা সদস্যরা উপস্থিত ছিলেন।