পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী দুর্গা মন্দির কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে অশোক কুমার ঘোষকে সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে সাধারণ সম্পাদক ও গৌতম রায়কে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। সোমবার রাত ৮ টায় ভোলানাথ সুখদা সুন্দরী দুর্গা মন্দিরে কমিটি গঠনের লক্ষ্যে মন্দির কমিটির আহবায়ক গৌতম বিহারী ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, অশোক কুমার ঘোষ, অধ্যাপক পিযুষ কান্তি ঘোষ, নিরাজ্ঞন ঘোষ, নারায়ণ ঘোষ, শিক্ষক সৃপ্রিয় ঘোষ পল্টু, গোবিন্দ লাল রায়, প্রকাশ ঘোষ বিধান, শেথর রজ্ঞন ভদ্র,প্রভাষক সজ্ঞয় ঘোষ, জগন্নাথ দেবনাথ,শ্যাম সুন্দর ভদ্র, শিক্ষক গৌতম রায়, সমর ঘোষ, অমল বিশ্বাস, গোপাল অধিকারি, প্রদিপ রায়, পিণ্টু ঘোষ, রবিন্দু ঘোষ,বিশ্ব রায়, পলাশ ঘোষ, তরুন চৌধুরী, সুজিত ঘোষ, সুমন ঘোষ প্রমুখ।