নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের নারীদের বিনামূল্যে ওষুধ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এসময় অনেক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। মঙ্গলবার হিদিয়া মাদরাসা সংলগ্ন বাজারে গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের আয়োজন করেন। সেখানে ১৮০ নারী রোগী ফ্রি ওষুধ ও চিকিৎসা পেয়েছেন। এমন মহতি উদ্যোগের জন্য অসহায় মানুষ ডা. নিকুঞ্জ বিহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে তারা খুশি হয়েছেন।
জানা গেছে, সকাল ১০ টায় চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল ৩ টা পর্যন্ত। পরে শুভরাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ডলার, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা সভাপতি এম এ গফুর, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অভয়নগর উপজেলার সভাপতি সুজন প্রমুখ। ডা. নিকুঞ্জ বিহারী গোলদার জানান, বাকিটা সময় অসহায় মানুষের সেবায় কাজ করে যেতে চান।