ডুমুরিয়া প্রতিনিধি: আত্ম মানবতার সেবায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে অকাল প্রয়াত দুই সাংবাদিক পরিবারের মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আশরাফ হোসেন, মহিলা বিষয়াক কর্মকর্তা রিনা রানী মজুমদার, সামাজসেবা অফিসার মো. কামরুজ্জামান,
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ সমিতির সভাপতি কাজি আব্দুল্লাহ, সম্পাদক আঃ লতিফ মোড়ল, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জি, অরুণ দেবনাথ, সুব্রত ফৌজদার, এস রফিক, শেখ আব্দুস সালাম, জিএম ফিরোজ হোসেন, মাহবুবুর রহমান, সেলিম আবেদ, গাজী মাসুম, গাজী নাসিম প্রমুখ।
প্রসঙ্গত, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক খান ফিরোজ হোসেনের পরিবার এবং উদয় চক্রবর্তী’র পরিবারের পক্ষে তাদের স্ত্রী ও সন্তানদের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেয়া হয়।