ফকিরহাট মূলঘরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৩:৫৩:৪৪ এম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি শেষে মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করে মূলঘর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

ইউপি সচিব সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।