ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় এনকে এগ্রো পাইকারী মাছ বাজারের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে বাজারটির উদ্বোধন হয়।
কৈয়া ব্রিজ সংলগ্ন এনকে ফিড প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাছ বাজারের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, জেলা উইমেন চেম্বারের সভাপতি ও মৎস্য রপ্তানিকারক মুরশিদা আক্তার রনি ও জেলা মৎস্যজীবীলীগের সভাপতি হাজি সাইফুল খান।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক ইলিয়াসুর রহমান। স্বাগত বক্তব্য দেন শিল্পপতি ও পাইকারী মৎস্য বাজারের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার রায়। শেষে অতিথিবৃন্দ ১৪টি দোকান ঘর বিশিষ্ট পাইকারী মাছ বাজারের নাম ফলক উন্মোচন করেন।