Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় দাবা-বি প্রতিযোগিতার জন্য যশোরে বাছাই সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৫৩:৪০ এম

ক্রীড়া প্রতিবেদক : অচিরেই জাতীয় দাবা-বি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়। এ প্রতিযোগিতার জন্য যশোর জেলার একজন দাবাড়– প্রতিনিধির নাম পাঠাতে হবে। এরই লক্ষ্যে শনিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নের সভাকক্ষে দিনব্যাপী জেলা দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ লিগে চ্যাম্পিয়ন হয়েছেন হাদিউজ্জামান ফিরোজ ও রানার্স আপ হন টিপু সুলতান। প্রতিযোগিতায় অংশ নেন যশোরের ৩৮ দাবাড়–। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। সভাপতিত্ব করেন দাবা পরিষদের সভাপতি শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দাবা পরিষদের সম্পাদক সাহিদ হোসেন লাল বাবু। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মীর্জা আখিরুজ্জামান সান্টু ও মোকসেদ সফী, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল এবং যুগ্মসম্পাদক এবি এম আখতারুজ্জামান । দাবা পরিষদের সম্পাদক সাহিদ হোসেন লাল বাবু জানান ফেডারেশন থেকে সাধারণত জেলার একজনের নাম (প্রতিনিধি) চায়। তবে আমরা ২ জনের নাম অন্তর্ভুক্ত করতে এরই মধ্যে আবেদন করেছি। আশা করি ২ জনকে পাঠাতে পারবো। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হাদিউজ্জামান ফিরোজ ও রানার্স আপ টিপু সুলতাননের নাম পাঠাবো। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)