মণিরামপুরে মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর , ২০২৩, ০২:২৭:৫৫ এম

প্রেসবিজ্ঞপ্তি : ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মণিরামপুরে হরি গুরুচাঁদ মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত কাউন্সিল অধিবেশন গঠনকল্পে মতুয়া সম্মেলন উপলক্ষে সকাল ১০টায় কেন্দ্রীয় দোলখোলা মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার মতুয়া ভক্তরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। 

অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা মতুয়া মিশনের আহবায়ক নিমাই চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এস এম ইয়াকুব আলী, বাগেরহাটের অশি^নী গোসাই সেবাশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দশরত মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ^াস, প্রচার সম্পাদক হরিপদ ধর, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ^াস, আর্ন্তজাতিক প্রচার সম্পাদক বিদুর কান্তি বিশ^াস, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা কমিটির সভাপতি প্রফেসর ডা: নিকুঞ্জ বিহারী গোলদার, নির্বাহী সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক সাধন মল্লিক রনি প্রমুখ।