নিজস্ব প্রতিবেদক : ৭১’র ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ স্মরণে জেলা প্রশাসনের দুই দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।
অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠনের শিল্পীরা অংশ নেয়। শুরুতে ছিল একটি আলেখ্যানুষ্ঠান। ৪০ মিনিটের এই অংশে সুরের মুর্ছনার সাথে আবৃত্তি, সঙ্গীত আর নৃত্যের সংমিশ্রণে এই আলেখ্য ধারা বর্ণনায় হয়ে ওঠে মোহনীয়।
অনুষ্ঠানে ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সারাংশ তুলে ধরা হয়। তুলে ধরা হয় বঙ্গবন্ধু, জাতীয়তাবোধ এবং অস্প্রদায়িকতা। শতাধিক শিল্পী এতে অংশ নেয়।
সব শেষে পরিবেশিত হয় নাটক ‘ঠিকানা বাংলাদেশ’। আবুল কালাম আজাদ রচিত এবং মানষ ঘোষ পরিচালিত নাটকটিও সবাইকে মুগ্ধ করে।