Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে সিপিবি নেতা শামছুজ্জামান সেলিমের শোক সভা অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৮:৫১:৪৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : যশোরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিমের শোক সভা হয়েছে। সংগঠনটির  যশোর জেলা শাখা আইনজীবী সমিতি মিলনায়তনে এই শোক সভার আয়োজন করে। 

জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক  ও কেন্দ্রীয় সদস্য এ রশিদ, জেলা পার্টির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, টিইসির জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, টিইউসি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মনোরঞ্জন বর্মন,  সাবেক ক্ষেত মজুর নেতা খন্দকার আজিজুল হক মনি, সিপিবি জেলা সদস্য মফিজুর রহমান নান্নু, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু ও নারী নেত্রী সোমা রায়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিম গত ১৭ আগস্ট মৃত্যুবরণ করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)