Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৭:৩৩:০৭ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায়  এই কর্মশালা শুরু  হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক কর্মশালায় অংশগ্রহন করেছেন। বসতবাড়ির আশপাশে ও পতিত জমিতে ফসল উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা ও ভোজ্য তেলের জন্য সরিষা উৎপাদনের উপর   আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। তিনি বিশেষভাবে সরিষা চাষের উপর জোর দিয়ে বলেন, পরনির্ভরশীল না হয়ে আমাদের ভোজ্য তেল আমরাই উৎপাদন করবো এবং ভোজ্য তেলের চাহিদা মেটাবো।   উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা ভারভীনের   সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেনের উপস্থাপনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমডাঙ্গা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াহেদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)