Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:৪৪:১১ পিএম

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

তারা হলো, মোঃ মাজেদুল সরদার (৩৪), মোঃ রফিকুল ইসলাম শেখ (৪২), মোঃ সাইদুল গাজী (২২), মোঃ মোসলেম শেখ (৬০), মোঃ আলমগীর মীর (২৫), মোঃ সিদ্দিক শেখ (৩৫) ও মরিয়ম বেগম (২০)। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান সোমবার দুপুরে প্রেস ব্রিফিং-এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান,গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে পাশাপাশি দুটি পরিবারের ঘরে ডাকাতি হয়। ডাকাতরা প্রথমে ওই গ্রামের রায়হান সরদার (২৭) ও তার ফুফা মোঃ সাবাজুল মোল্যা (৪০) কে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তাদের ঘরে প্রবেশ করে। এরপর দুই পরিবারের সকল সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। তারপর ডাকাতরা নগদ টাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। যাওয়ার সময় উভয় ঘরের লোকজনের হাত-পা বেঁধে রেখে যায়। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর মোঃ রায়হান সরদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় এজাহার দায়ের করেন। 

পুলিশ সুপার আরও জানান, ডাকাতির সাথে জড়িতদের সনাক্ত, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জেলার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ৪টি টিম কাজ করে। তারা মামলা দায়ের দিনই খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে আস্ত: জেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি মাস্ক, ৩টি কাটার, ১টি লোহার শাবল, ২টি লোহার রড,৩টি রেঞ্জ, মোবাইল ও ডাকাতির সময় লুণ্ঠিত স্বর্ণ বিক্রয়ের টাকাসহ ২৭ হাজার ৮০০ টাকা এবং স্বর্ণালঙ্কার সোনার মধ্যে ১টি, ৫টি বালা (ব্রঞ্জের উপরে সোনার প্রলেপ দেয়া) উদ্ধার করা হয়। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার হওয়া আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)