বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছিল এসব আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি। বুলবুল মোর্শেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাঘারপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হাসান আলী।
উপস্থিত ছিলেন প্রভাষক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন মিল্টন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, সুলতান মাহমুদ, নুর হোসেন নুরোল, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ।