Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ক্রিকেটারদের বয়স যাচাইকরণ ও মেডিকেল টেস্ট সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৫৫:৪৪ এম

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বয়সভিত্তিক অনূর্ধ্ব -১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ (২০২৩-২৪) মৌসুম শুরু হবে অচিরেই। সে লক্ষে যশোর জেলা  দল গঠনের জন্য মঙ্গলবার বয়স যাচাইকরণ ও মেডিকেল টেস্ট করা হয়েছে। যে সকল খেলোয়াড় প্রাথমিক বাছাইয়ে নিবার্চিত হয়েছিলেন তারা এ টেস্টে অংশ নিয়েছিলো। যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নে সকাল সাড়ে ৮ টায় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  প্রতিনিধি দল  এ বয়স যাচাইকরণ ও মেডিকেল টেস্ট কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভোলপমেন্ট এক্সিকিউটিভ কামরুল হাসান, ফিজিও ডা. মো. সোহেল, খুলনা বিভাগীয় প্রশিক্ষক মনোয়ার আলী, যশোরের প্রশিক্ষক আজিমুল হক প্রমুখ। যশোরের প্রশিক্ষক আজিমুল হক জানান, দিনব্যাপী বয়স যাচাইকরণ ও মেডিকেল টেস্ট কার্যক্রম হয়েছে। এক্ষেত্রে বয়সের তারতম্য মতে সিলেকশন করা হয়। তাতে বয়সভিত্তিক খেলোয়াড়দের ক্যাটাগরি পরিবতর্ন হতে পারে। সেটা পরে জানানো হবে বলে জানান এ কর্মকর্তা। তিনি আরও জানান, যশোরের এসকল বাছায়কৃত খেলোয়াড়দের পরবর্তীতে বন্ড টেস্ট করা হবে ঢাকার স্কয়ার হাসপাতালে। তার তারিখ পরে জানানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)