দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত উপজেলার বসন্তপুর গ্রামের রওশন আলীর ছেলে ওমর ফারুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিশুটির মায়ের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, চরশ্রীপুর গ্রামের ৬ বছরের একটি কন্যা শিশু উপজেলার বসন্তপুর গ্রামে তার নানার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসে। গত শুক্রবার দুপুরের দিকে বসন্তপুর গ্রামের একটি আম বাগানের পাশের পুকুরের পাড় দিয়ে শিশুটি তার নানার বাড়ির পার্শ্ববর্তী খালার বাড়িতে যাচ্ছিলো। তখন ওমর ফারুক বাগানের মধ্যে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে পাড়া-প্রতিবেশীরা চলে আসলে ওমর ফারুক পালিয়ে যায়। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, শুক্রবার শিশুটির জবানবন্দি গ্রহণের পর আদালতে পাঠানো হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।