Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শালিখার বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৫:৫৭:১১ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার বাউলিয়া নিরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে শনিবার বিকেল ৪টায় চরতলা ভীতের একতলা ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নিমাই বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ কামাল হোসেন, জেলা নির্বাহী শিক্ষা প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, চেয়ারম্যান বকতিয়ার উদ্দিন লস্কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, আখতারুজ্জামান ইতার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি যুবলীগের নেতা সাইদুল ইসলাম সেন্টু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুতি, শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান মোল্লা, সম্পাদক মেহেদী হাসান বিকু, বুনাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান শিকদার সম্পাদক সঞ্জয় বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিআরএম তারিক প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)