Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কয়রায় সাংবাদিকদের সাথে জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীরের মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:০৭:৩২ পিএম

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য এমপি প্রার্থী জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। রোববার বিকেলে ৩টায় বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, পাইকগাছা-কয়রা এক সময় জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানকার মানুষ  এখনো  এরশাদকে ভালোবাসেন। প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির  কর্মী সমর্থক রয়েছেন। আমি এর আগে খুলনা-৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি। আমি পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আশ করি এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাবো। 

কয়রা উপজেলা জাপার সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালামের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা জাপার সহ-সভাপতি মাস্টার শামসুদ্দীন আহমেদ, এম রফিক সিরাজ, গাজী আব্দুস সালাম শেখ আইজ উদ্দিন, ঢালী কামরুল ইসলাম, সহ সম্পাদক মঞ্জুর হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক মোড়ল নুরুল হক, লতা ইউনিয়ন জাপার সভাপতি কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহমেদ, আবু সাইদ শেখ, আঃ রহিম, খায়রুল ইসলাম, মীর আঃ গনি. দিবাশিষ সানা, কয়রা জাপা নেতা ডা. রুহুল আমিন, তাজমিনুর রহমান, বাবলু শেখ, মাওলানা আঃ রহিম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)