নিজস্ব প্রতিবেদক : যশোরে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় ১০০ পিস নরমাল স্যালাইন দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। রোববার দুপুরে সিভিল সার্জনের হাতে স্যালাইন তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এই উপলক্ষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। আরও বক্তব্য রাখেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান।
সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ডেঙ্গু রোগীর চিকিৎসায় ১০০ পিস স্যালাইন দিয়েছে। একশ’ পিস স্যালাইনে অন্তত একশ’ রোগীর চিকিৎসায় সহায়ক হবে। এভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
উদ্যোগের নেপথ্যে থাকা আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মো. হামিদুল হক অসুস্থতা জনিত কারণে অনুপস্থিত থাকলেও তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় আয়োজনের শুরুতেই।