নিজস্ব প্রতিবেদক : যশোরের ডিবি পুলিশ বাঘারপাড়া থেকে কথিত ম্যাগনেট পিলারসহ দুইজনকে আটক করেছে। এই ঘটনার সাথে জড়িত আরো একজন পালিয়ে গেছে।
আটক দুইজন হলো, উপজেলার বাউলিয়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে তোজাফফর বিশ্বাস মিন্টু (৫২) এবং বাররা গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৫৭)। আর পলাতক আসামি হলো, আলাদীপুর গ্রামের মিজানুর রহমান।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে সংবাদ পান বাঘারপাড়ার আলাদীপুর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে একটি কথিত ম্যাগনেট পিলার আছে। সেখানে একটি চক্র ম্যাগনেট কেনাবেচা করে। সংবাদ পেয়ে গত শনিবার রাত সাড়ে ১০টারদিকে সেখানে পৌছালে মিজানুর রহমান পালিয়ে যায়। পরে তার ঘর থেকে মিন্টু ও রবিউলকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি কথিত ম্যাগনেট পিলার জব্দ করা হয়।