নিজস্ব প্রতিবেদক : যশোরে নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরী’।
জেলা গণপূর্ত ও জাতীয় গৃহায়ন অধিদপ্তরের উদ্যোগে এদিন দুপুরে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, এদেশে যাদের কোনো আশ্রয় ছিল না, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন। এরকম মানবিকতা বিশে^ দেখা যায় না। সারা বিশ্বে আমাদের প্রধানমন্ত্রী মানবিকতার একটি উদাহরণ সৃষ্টি করেছে। বর্তমান সরকারের সকলের জন্য বাসস্থানের এই উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশামক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালন রফিকুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান। জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গণপূর্ত অধিদপ্তর যশোরের উপবিভাগীয় প্রকৌশলী হেলাল উদ্দীন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্তা প্রমুখ।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে শহরে একটি র্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালন রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জুয়েল ইমরান, জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের, জাতীয় গৃহায়নের যশোর উপবিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশীদ,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী হেলাল উদ্দীন প্রমুখ।