Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒দ্বিগুণ করে দেয়ার প্রলোভনে টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট

যশোরে কথিত কবিরাজ ইসমাইল আটক, টাকা ও গহনা উদ্ধার

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০৯:৩৯:৫২ এম

 

 

নিজস্ব প্রতিবেদক: টাকা ও সোনার গহনা দ্বিগুণ করে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই নারীর কাছ থেকে চার লক্ষাধিক টাকা ও সোনার গহনা নিয়ে চস্পট দেয়ার ঘটনায় সেই কথিত কবিরাজ ইসমাইল গাজীকে (৪৮) আটক করেছে যশোর ডিবি পুলিশ। ইসমাইল গাজী অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের আনসার আলী গাজীর ছেলে।

ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জানিয়েছেন, যশোর রেল স্টেশন এলাকার রুমা নামে একজন বিধবা বয়ষ্ক নারীর বাড়িতে মাস ছয়েক আগে যান ওই ইসমাইল হোসেন। তিনি নিজেকে কবিরাজ পরিচয় দেন এবং টাকার নোট একটি থেকে দুটি করে দিতে পারেন বলে জানায়। তিনি সে সময় কৌশলে রুমাকে একটি নোট দুটি করে দেখান। এটা দেখে রুমা তার প্রতি বিশ্বাস স্থাপন করেন। তাকে বলা হয় কিছু টাকা ও সোনার গহনা দিলে তিনি দ্বিগুন করে দিবেন এবং তার মোবাইল নম্বর দিয়ে চলে যান।

রুমা বিষয়টি তার বোনকে জানান। গত ২৪ জুন তার বোন বাড়িতে বেড়াতে আসলে ওই ইসমাইলও বাড়িতে যান। সেখানে বলা হয় টাকা ও সোনার গহনা দিলে দ্বিগুন করে দেয়া হবে। তার কথায় বিশ্বাস স্থাপন করেন এবং প্রলোভনে পড়ে নগদ ৪ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি ওজনের বিভিন্ন প্রকার সোনার গহনা দেন। ইসমাইল ওই টাকা ও গহনা একটি কার্টুনে ভরে রাখে। বলা হয় দুই ঘন্টা পর ডাবল হয়ে যাবে। এই বলে সে কৌশলে চলে যায়। দুই ঘন্টা পর তারা ওই কার্টুন খুলে দেখেন তার মধ্যে কাগজপত্র পড়ে আছে। কথিত কবিরাজ কৌশলে ওই টাকা ও সোনার গহন নিয়ে চম্পট দেয়।

বিষয়টি তারা ডিবি পুলিশকে জানালে ডিবি পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে ইসমাইলকে খুঁজতে থাকে। এবং গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাড়ি থেকে তাকে আটক করে। তার কাছ থেকে নগদ ৩ লাখ ৪০ হাজার ৫শ টাকা এবং বেশ কিছু সোনার গহনা উদ্ধার করা হয়। বুধবার ইসমাইল আদালতে ওই প্রতারণার কথা স্বীকার করে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)