আলমডাঙ্গায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০২:৩৪:১৪ এম

আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজ সেবা অফিসার নাজমুল হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন,

উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল হক বেলু, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, মাধ্যমিক বালিকা বিদ্যালয় সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, আবাসিক প্রকৌশলী জহুরুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ ওমর ফারুক,উপসহকারী প্রকৌশলী এম এ সামাদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওলাদ, পরিসংখ্যান কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বক্তিয়ার উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।