Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা, আসামি ২

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৪৩:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। এরা হলো, সদর উপজেলার শাহবাজপুর দক্ষিণপাড়ার আশরাফের ছেলে তপু (১৯) এবং মৃত আকবরের ছেলে শরিফুল ইসলাম (৫০)।

এজাহারে ওই কলেজছাত্রীর পিতা উল্লেখ করেছেন, তার মেয়ে (১৭) বারীনগর এলাকার একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। কলেজে যাতায়াতের পথে প্রায় সময় উত্ত্যক্ত করতো আসামি তপু। তার মেয়ে নিষেধ করলে আরো ক্ষিপ্ত হয়। পরে তাকে অপহরণসহ ক্ষতির ষড়যন্ত্র করে। 

গত ২৭ সেপ্টেম্বর সকালে তার মেয়ে কলেজে পরীক্ষা দিতে যায়। আর বাড়িতে না ফেরায় তিনি খোঁজখবর নেন। পরে জানতে পারেন পরীক্ষা শেষে কলেজের সামনে পৌঁছালে আসামিরা তাকে দাঁড় করায় এবং জোরপূর্বক একটি সাদা গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। অনেক খোঁজ নেয়ার পরও তার সন্ধান করতে না পারায় তিনি থানায় মামলা করেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)