ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও ফুলতলা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম জোহর আলী মোড়লের ৭ম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। এ উপলক্ষে বাদ আছর দলীয় কার্যালয়ে এবং বাদ মাগরিব উপজেলা কলোনীপাড়াস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং মরহুমের ছেলে মোঃ সাঈদ মোড়ল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে সকল দলীয় নেতাকর্মীসহ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।