যশোরে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

এখন সময়: রবিবার, ৩ ডিসেম্বর , ২০২৩, ০৮:৪৬:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, আমাদের সক্ষমতা উৎপাদনের ধারা বজায় রেখেছি। এটা ভাল দিক। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। করোনাকালীন সময়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করেছেন। কারণ ব্যবসার মাধ্যমে অর্থনীতি এগিয়ে যায়। বেকারী মালিকদের উদ্দেশ্যে বলেন, বেকারীর কাজ হচ্ছে জনগনের কাছে ভাল খাবার বিক্রি করা। এটা সবাই করে না। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। এজন্য স্বাস্থ্য সম্মত উপায়ে ভাল খাবার তৈরি করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার- ক সার্কেল জুয়েল ইমরান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুষার কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিকের এস্টেট অফিসার মেহেদী হাসান, এমইউসি ফুডের ম্যানেজিং ডাইরেক্টর শ্যামল দাস, প্রেস মালিক সমিতির সভাপতি সাব্বির মালিক বাবু, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, ফার্ণিচার মালিক সমিতির সভাপতি নাজমুল আলম, বেকারী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমুখ। পরিচালনা করেন নাসিবের সভাপতি সাকির আলী।