খুলনা প্রতিনিধি : খুলনায় মোহাম্মদ নগর থেকে ২ লাখ ৭৪ হাজার টাকার জাল নোটসহ দু’জনকে আটক করেছে র্যাব-৬। গত বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ঝালকাঠির রাজাপুর থানার আলী খানের ছেলে আব্দুর রহিম খান (৪৭) ও বরিশালের উজিরপুর থানার আনোয়ার হোসেনের ছেলে রানা মজুমদার (৪৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জাল টাকা ছাড়াও তিনটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে লবনচরা থানায় মামলা করা হয়।