Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে আ.লীগ সভাপতির পূজা মণ্ডপ পরিদর্শন

এখন সময়: শনিবার, ১৩ ডিসেম্বর , ২০২৫, ০৮:২৭:৪৯ এম

দাকোপ প্রতিনিধি: দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন শারদীয় দুর্গা উৎসবের মহাঅষ্টমীতে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং অনুদান দিয়েছেন।

রোববার সকালে তিনি গাড়ি বহর নিয়ে উপজেলার তিলডাঙ্গা ও পানখালী ইউনিয়নের সকল মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি আগত পূজারী দর্শনার্থী এবং মন্দির কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে ১ হাজার টাকা করে অনুদান দেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আ’লীগ নেতা অধ্যাপক দুলাল রায়, শেখ রফিকুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, কে এম কবির হোসেন, গোলাম হোসেন শেখ, স্বপন কুমার সরকার, বিকাশ চন্দ্র মন্ডল, অ্যাড. মধুসুদন মন্ডল, সুশংকর বাছাড় চিকন, বিধান চন্দ্র বিশ্বাস, আজগর হোসেন ছাব্বির, মনিরুল ইসলাম শিকদার, বীরমুক্তিযোদ্ধা আকিজ উদ্দিন গাজী, কালীদাস সরদার, জ্যোতি শংকর রায়, নিত্যুরঞ্জন কবিরাজ, নিহার সরকার, তন্ময় সরকার, নীল কমল সরদার, পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, যুবনেতা দেবব্রত সরকার দেবু, কাউন্সিলর আঃ গফুর সানা, নাসিমা বেগম, ইউপি সদস্য ইদ্রিস গাজী, হানজালা শেখ, রাশেদুল ইসলাম বাবু, বায়েজিদ শেখ, জামাল শেখ, বারিক মোড়ল, আঃ হান্নান সানা, ডাঃ স্বপন কুমার বিশ্বাস, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, আরাফাত আজাদ, পাবক মিস্ত্রি, সুরঞ্জন মন্ডল, জাহান আলী শেখ, হাসিব গাজী, হাদীউজ্জামান অরেঞ্জ, হাশেম গাজী, দ্বীনবন্ধু সরদার, সৌম্য বিশ্বাস, আবু সাইদ গাজী, হাসান আল জাবেদ শিমুল, নিতিশ মিস্ত্রি, রশিদ গাজী, কামাল হোসেন ডাবলু, রনজিত মাস্টার, বিশ্বজিত মন্ডল, রনি গাজী, অনিক হাসান পারভেজ, অচিন্ত্য রায়, অনুপম আদিত্য সরকার, বিপ্রদাস মন্ডল, আঃ জলিল, মঙ্গল রায়, জাকারিয়া হাওলাদার, অরবিন্দু বৈরাগী, সঞ্জয় সরদার, কামাল সরদার, সুরথ গোলদার, কংকর সানা, মনোজ সানা, কৃষ্ণপদ সরদার, শংকর মন্ডল, গাজী আজিজুল ইসলাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)