Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে মাছনা মাদরাসায় ২১তম বার্ষিক সদস্য সম্মেলন

এখন সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর , ২০২৫, ১১:২০:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী মাছনা মাদরাসায় শুক্রবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২১তম বার্ষিক সদস্য সম্মেলন। এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, মালয়েশিয়া বিএনপির নেতা মোঃ আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন। এছাড়া মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় মুসল্লিবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)