কাজী ইমদাদুল হক স্মৃতি পদকে মনোনিত ড. নজরুল ও অধ্যাপক সুরঞ্জন

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১০:২৩:০৪ এম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড.নজরুল ইসলাম এবং শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক সুরঞ্জন রায় কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ২০২৩ এ মনোনিত হয়েছেন। ড. নজরুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেন্ট্রি এÐ উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক এবং অধ্যাপক সুরঞ্জন রায় বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি খুলনায় বসবাস করেন। সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্মগ্রহণ করেন। আগামী ৪ নভেম্বর ২০২৩  শনিবার কাজী ইমদাদুল হকের ১৪২ তম জন্মবার্ষিকী। পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী  ইমদাদুল হক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হচ্ছে।