Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৫:১৪:২৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অটিস্টিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন।

বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক আকমল উদ্দীন সাকি প্রমুখ।

বাগেরহাট জেলার তিনটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। পরবর্তিতে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর।

জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্ট ছিল, ঝুড়িতে বল নিক্ষেপ, চকলেট দৌড়, বেলুন ফাটানো, চোখ বেধে হাড়ি ভাংগা ইত্যাদি। ক্রীড়া পরিচালনা করেন অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)