ক্রীড়া প্রতিবেদক : সদরের খোঁজারহাট মাধ্যমিক বিদ্যালয়ে গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। এ নিয়ে তিনি ১১ বার এ পদে নির্বাচিত হলেন। বৃহস্পতিবার স্কুলের অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও বিদ্যোৎসাহী সদস্যদের ভোটে তিনি সভাপতি পদে বিজয়ী হন। তাঁর নেতৃত্বে দীর্ঘদিন স্কুলটি উত্তরোত্তর সুনাম ছড়িয়ে আসছে। তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য। এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় ইয়াকুব কবিরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন। বিবৃতিদাতারা হলেন, সৌখিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবি এম আখতারুজ্জামান, ভলিবল পরিষদের সম্পাদক শহিদ আহমেদ, ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, খো খো পরিষদের সাম্পাদক সোহেল আল মামুন নিশাদ, এথলেটিকস পরিষদের সম্পাদক নিবাস হালদার প্রমুখ।