শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে কবি কাজী কাদের নওয়াজ এর ১১৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কবি ভবনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মো. রেজাউল ইসলাম।
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি মাহবুবুর রহমান, সদস্য অধির কুমার, সদস্য কবি কাজী আলী মোর্ত্তুজা, সদস্য সাংবাদিক সাইফুল্লাহ, সদস্য সাংবাদিক মহসিন মোল্যা, সদস্য মো. আকামত হোসেন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে কবি, সাংবাদিক ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।