মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা র্ডপ পানিই জীবন প্রকল্প-৩ এর আওতায় সংশ্লিষ্ট প্লাটফর্ম এর সাথে জলবায়ু পরিবর্তনের ওপর খাপ খাওয়ানো বিষয়ক প্রশিক্ষণ অনুিষ্ঠত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার মিম কউিনিটি সেন্টারে ওয়াস বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ কর্মশলায় উপস্থিত ছিলেন ওয়াস বাজেট মনিটরিং ক্লাব, যুব গ্রুপ, মাদার্স পার্লামেন্ট এর ৩৬ জন সদস্য। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন র্ডপ উপজেলা ম্যানেজার মো. শওকত চৌধুরী। প্রশিক্ষনে জলবায়ু পরিবর্তনের ওপর খাপ খাওয়ানো বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সিসিডিবি ম্যানেজার মো. আবুল কালাম আজাদ ও সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন।