নিজস্ব প্রতিবেদক: যশোরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট চত্বর থেকে র্যালি শুরু হয়ে জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন অফিস এই র্যালির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, সিনিয়র কনসালটেন্ট ডা. গোলাম, মোত্তূর্জা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ প্রমুখ।