যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মনিরের পক্ষে বাঁকড়া ও নির্বাসখোলায় মতবিনিময়

এখন সময়: শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১২:২৫:০৮ পিএম

এম আলমগীর, ঝিকরগাছা: আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনিরকে বিজয়ী করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ও নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাঁকড়া আঞ্চলিক আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রব, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আব্দুস সাত্তার, জেলা কৃষক লীগ নেতা আকবর হোসেন জাপানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, সাবেক জেলা পরিষদ সদস্য শাহানা আক্তার, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, পানিসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, প্রধান শিক্ষক মকবুল হোসেন, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, ইউপি আতিয়ার রহমান, ইউপি সদস্য রেজাউল করিম, ইউপি সদস্য এরশাদ আলী, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, তোফাজ্জেল হোসেন তোফা, কাশেম আলী মোড়ল, আছিয়া খান, রুবিয়া খাতুন, আবু মুছা, শওকত আলী, আব্দুল মজিদ, মিজানুর রহমান, রুহুল আমিন, খাইরুল ইসলাম, আব্দুল আলিম ডালিম, সেলিম রেজা, অসীম মোদক, যুবলীগ জেলা নুরুল হক গাজী, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, মাস্টার রকিবুল হাসান মিন্টু, তরিকুল ইসলাম, হাদিউজ্জামান মিন্টু, জুয়েল খান প্রমুখ।

সন্ধ্যার পরে নির্বাসখোলা ইউনিয়নের কানাইরালী নির্বাচনী অফিসে কয়েকটি গ্রামের আওয়ামী লীগের কর্মীদের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সভায় সভাপতিত্ব করেন নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রচার সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মাস্টার হাফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ দাস, মনিরুজ্জামান, শাহিন আলম, তুহিন আক্তার প্রমুখ।