নিজস্ব প্রতিবেদক: ব্যঞ্জন থিয়েটার যশোরের মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় বি সরকার মেমোরিয়াল হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় সংগঠনের সহসভাপতি জাহিদ আহমেদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
সম্মানিত অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক সাজেদ রহমান বকুল, সংগঠনের প্রধান উপদেষ্টা কাসেদুজ্জামান সেলিম ও ইন্সটিটিউট নাট্যকলা সংসদের সম্পাদক বিশিষ্ট অভিনেতা আব্দুর রহমান কিনা। স্বাগত বক্তব্য দেন ব্যঞ্জন থিয়েটারের সাধারণ সম্পাদক এসএম আব্দুর রব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহসভাপতি আমিনুল ইসলাম শাহীন।
শেষে কবিতা পাঠ, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।